Thursday, June 13, 2019

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী নিজেকে নির্দোষ দাবী করেছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী নিজেকে নির্দোষ দাবী করেছে। ব্রেন্টন হ্যারিসন টারান্টের বিরুদ্ধে আদালতে ৫১জন মানুষকে হত্যা, ৪০ জন মানুষকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে।
সব অভিযোগ অস্বীকার করেছে টারান্ট। ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেয় টারান্ট।
এ বছরের ১৫ই মার্চ শুক্রবার জুমার নামাজ চলার সময় চালানো ঐ হামলায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। নিউজিল্যান্ডে এই প্রথম কারো বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হলো।
হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন এবং নিহতদের স্বজনেরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। টারান্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবী করে তার মক্কেলের দেওয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে তখন উচ্চ কক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ডুকরে কেঁদে ওঠেন।
বিচারক বলেছেন, আগামী বছরের ৪ঠা মে পর্যন্ত মামলার কার্যক্রম চলবে, আর ১৬ই অগাস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে টারান্টের রিমান্ড চলবে।
এপ্রিলে যখন টারান্ট আদালতে হাজিরা দিয়েছিলেন, তাকে মানসিক চিকিৎসা নেবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর তার সুস্থতা নিয়ে কোন প্রশ্ন নেই বলে জানিয়েছেন বিচারক।
এর মধ্যে গত সপ্তাহে টারান্টের ছবি প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পরই গ্রেপ্তার হন টারান্ট, এরপর ১৬ই মার্চ তাকে প্রথম আদালতে হাজির করা হয়।
হামলার সময় মাথায় স্থাপন করা ক্যামেরা দিয়ে মসজিদে হামলার পুরো ঘটনা সরাসরি ইন্টারনেটে প্রচার করছিল ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক টারান্ট। ফুটেজে দেখা যায় সে দুটি মসজিদে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি

নতুন বাজেট: মোবাইলে ১০০ টাকার কথা বললে ২৭ টাকা নেবে সরকার





২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকের কথা বলার ওপর চলমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে তা থেকে প্রায় ২৭ টাকা কর বাবদ নিয়ে যাবে সরকার, যা এখন ২২ টাকা। ফলে গ্রাহক যত বেশি কথা বলবে, তত বেশি কর পাবে সরকার।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবে তিনি এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এর আগে বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দেয় এবং পরে ওই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বর্তমানে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করের সঙ্গে ‘বাড়তি’ ৫ শতাংশ যোগ হচ্ছে। বাড়তি করহার পাস হলে মোবাইল সেবায় মোট করহার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরও বেড়ে যাবে।
এনবিআর সূত্রে জানা গেছে, মোবাইল সেবার বাইরে এখন প্রতি সিম সংযোজন এবং প্রতিস্থাপনে ১০০ টাকা নির্ধারিত কর দিতে হয়। ২০০৫-০৬ অর্থবছরে সিমকে প্রথমবারের মতো করের আওতায় আনা হয়। তবে প্রথমদিকে নির্ধারিত কর ছিল ৩০০ টাকা। ক্রমান্বয়ে তা কমিয়ে আনা হয়। গ্রাহকের সংখ্যা বাড়াতে নিজেরাই এই কর দেয় মোবাইল অপারেটররা। যদিও এই কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে মোবাইল অপারেটররা।
এটি স্বাধীন বাংলাদেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

Wednesday, June 12, 2019

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করাসহ ১৭ দফা দাবি বাকবিশিসের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রশীদ বলেন, বর্তমানে সারাদেশের বিভিন্ন কলেজে সাড়ে ৬ লাখ শিক্ষক রয়েছেন। আর এসব শিক্ষকের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্ত জরুরি।
বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক বাজেট অধিবেশনকে সামনে রেখে সংগঠনের পক্ষে তিনি ১৭টি দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন বাতিল, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষকদের যোগ্যতা ও মেধানুসারে পদোন্নতি দেওয়া এবং অনুপাত প্রথা বাতিল করা, অনার্স-মাস্টার্স কোর্সের জন্য নিয়োগ শিক্ষকদের এমপিও প্রদান, কলেজ শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শিক্ষানীতি-২০১০ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং শিক্ষাব্যবস্থাকে পূর্ণাঙ্গ ভিজিটাইলেজেশন করা।
এডুকেশন বাংলা/এজেড  সূত্র 

A7 waterdrop screen 4230 battery

Waterdrop Screen 
When technology meets nature

A7 adopts the industry-first waterdrop screen design, backed by several technological advances, reflecting nature like a water droplet on the verge of dropping. Corning glass supports an 88.4% screen ratio, providing resistance to scratches, while offering a more immersive experience.
OPPO A7 - Waterdrop screen

Stylish Color 
Aesthetic at every angle

We apply the concept of contrasting beauty in aesthetics to product design, bringing together two trendy colors, Glaring Gold & Glaze Blue. A first in the industry, the 3D heat-curved sheet & grating pattern on the back mirrored texture casing creates a premium look, in concert with the polished feel in the central frame.
OPPO A7 - Color

Compacted Structure 
A better handgrip

Anti-reflective coating is added to the A7 to increase the overall screen brightness by 35% - the view looks good whichever angle you look at. Also, a low-voltage backlight reduces the phone temperature by 0.5 °C while a magnesium alloy allows the battery to dissipate heat more efficiently. All these efforts contributes to a better handgrip.
OPPO A7 - Compact design

4230mAh Battery 
Power that lasts

A huge 4230mAh battery capacity frees you from the concern of battery drain during your day. Moreover, smart and thoughtful AI battery management freezes inactive apps and reduces excess caching to save more power.
OPPO A7 - 4230mAh battery

Qualcomm Octa-core CPU
Powerful as always

A7 uses Qualcomm's octa-core processor so that the system does not hang when you are immersed in a movie or game, and multitasking becomes faster and easier. Enhanced memory empowers you to store more precious memories.
OPPO A7 - CPU

16MP Front Camera
More than a beautiful selfie

The 16MP front camera with HDR mode makes your selfies clearer even in backlight conditions. Also, the wide angle and large aperture configuration capture extra details for more impressive photos.
OPPO A7 - 16MP front camera

Dual Rear Camera
Shoot as an artist

The dual rear camera (5P lens for main camera), together with AI beauty technology, offers studio-quality portraits with bokeh effect to make you look like a star. In addition to photos, the multi-frame image stabilization technology makes your videos more fluent and vivid.
OPPO A7 - Dual rear camera

AR Stickers 
Reveal your inner fun

New music stickers and stickers in the foreground and background areas breathes new life into your photos, making them more interesting and fun.
OPPO A7 - AR sticker

ColorOS 5.2
Smart and Efficient

Based on Android 8.1, the upgraded ColorOS system provides a smarter, more efficient and convenient user experience, be it the Smart Bar that supports multi-tasking operations or Music on Display that offers a more immersive experience.

Tuesday, June 11, 2019

বেগম জিয়ার কথা মনে হলেই এক ধরণের বিষন্নতা আমায় পেয়ে বসে

বেগম জিয়ার  কথা মনে  হলেই  এক ধরণের  বিষন্নতা  আমায়  পেয়ে বসে !  তার সঙ্গে  কোনো দিন আমার দেখা  হয়নি, এমনকি  কথাও হয়নি !  বয়সে  তিনি আমার মায়ের  চেয়ে  অন্তত চার  বছরের  বড় !  আমার মা আজ যদি  কারাগারে  থাকতেন  তবে  আমি কি করতাম  অথবা  মা কে  কারাগারে  রেখে  আমি কিভাবে  আহার , নিদ্রা, এবং বিশ্রাম করতাম ?

আমার মায়ের  সঙ্গে আমার রক্তের  সম্পর্ক. অন্য  দিকে  বেগম  জিয়ার সঙ্গে সম্পর্কটা  আদর্শিক  এবং রাজনৈতিক. তিনি যদি বাইরে  থাকতেন তবে আমার বিএনপিতে  যোগদানে  তিনিই সব  চেয়ে খুশি হতেন. কারণ  বহু  দিন ধরে  তিনি চাইছিলেন যে, আমি যেন তার   দলে যোগদান  করি.

এবারকার ঈদে  যদি দেশনেত্রী  মুক্ত থাকতেন তবে আমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে যেতাম .আমাকে  দেখে তিনি কি বলতেন  এই কথা ভাবতে  গিয়ে আমার মনে বন্দি  খালেদা  জিয়া  এবং কারাগারের  নির্জনতার  নির্মম এবং নিষ্ঠুর  বাস্তবতার  কথা মনে এলো  এবং একরাশ  বেদনার  বিষ  বৃষ্টি দ্বারা  আক্রান্ত   হলাম !

প্রিয় নেত্রীর  ভাগ্যে  কি আছে জানি  না. তাকে নিয়ে মহান  আল্লাহর কি সিদ্ধান্ত  তাও জানি না. তবে একথা  জানি যে, কিয়ামত  পর্যন্ত তিনি বাংলার  লক্ষ্  কোটি  মানুষের মনে বেঁচে  থাকবেন  অসীম মমতায় , নিবিড়  শ্রদ্ধায়  এবং নিত্যকার  প্রার্থনায় ....

যুবলীগ নেতার কার্যালয়ে গণধর্ষণের ঘটনায় তিনটি মামলা

কুমিল্লায় যুবলীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ এবং পরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় সোমবার তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজন গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, যুবলীগ নেতার কার্যালয়ে দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপ চলছিলো বলে অভিযোগ স্থানীয়দের। প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের আটকে রেখে ধর্ষণের ঘটনা নতুন নয় বলেও দাবি তাদের। এ ঘটনায় জড়িতদের ছাড় না দেয়ার হুশিয়ারি জেলা পুলিশ সুপারের।
নির্যাতিতা বলেন, 'দুজনেই আমার সঙ্গে অনেক বাজে কাজ করতে চেয়েছে। আমি চিল্লাচিল্লি করলে ওড়না দিয়ে তারা আমার মুখ বেঁধে নিছে। তারা বলছে এটা আমাদের এরিয়া এখানে চিল্লাচিল্লি করলেও কেউ আসবে না।'
প্রেমের ফাঁদে ফেলে চট্টগ্রামের পদ্মা গার্মেন্টসের নারী কর্মীকে কুমিল্লায় ডেকে নেয় কুমিল্লার আলামিন। এরপর, ইলিয়টগঞ্জের একটি মৎস্য খামারে আটকে রেখে তাকে ধর্ষণ করে আলামিন ও তার তিন সহযোগী। নির্যাতিতাকে মারধরের পর তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয় ওই বখাটেরা। খবর পেয়ে পরদিন ৮ই জুন, মৎস্য খামার থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী বলছেন, ঢাকা-চটগ্রাম মহাসড়কের পাশে মৎস্য খামারের ওই কক্ষটি নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করছেন ইলিয়টগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফুল্লাহ সরকার। নিজের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কার্যালয়ে মাদকসহ নানা অপকর্মের আখড়া বানানো হয়েছিলো বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দাদের।
কুমিল্লা  দাউদকান্দি ইলিয়টগঞ্জের ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন যেহেতু শরীফের অফিসে এই ঘটনা ঘটছে তাহলে শরীফ জড়িত থাকতে পারে। এটা অসম্ভব কিছু নয়।'
সোমবার সকালে, ঘটনাস্থল পরিদর্শন করে জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এসময়, নানা অপকর্মের আখড়া বন্ধসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়।
এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করা হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় আটক দু'জনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। এরআগে, গণধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা। এ মামলায় গ্রেফতার আলামিন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে দাবি পুলিশের।

Monday, June 10, 2019

ওসি মোয়াজ্জেম শিগগিরই গ্রেফতার হবে: কাদের

নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ফেনীর সোনাগাজী থানার তৎকালীন  ওসি মোয়াজ্জেম হোসেনকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, (ওসি মোয়াজ্জেম) ধরতে অভিযান অব্যাহত রয়েছে, হয়তো শিগগিরই শুনতে পারবেন যে ধরা পড়েছে।’
‘সরকারের কোনো গাফিলতি, কোনো দুর্বলতা নেই। সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে এবং সে কারণে কারও এখানে শৈথিল্য দেখানোর অবকাশ নেই। এবারের ঈদযাত্র স্বস্তির ছিলো জানিয়ে তিনি বলেন, সড়কে পরিবহনে শৃঙ্খলা সংকট আছে, চালক এবং পথচারী উভয়ের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
তিনি আরো বলেন, পরিবহন খাতে সরকার জিম্মি না। মহাসড়কে ইজিবাইক, নসিমন বন্ধে সরকার বিকল্প ভাবছে বলেও মন্তব্য করেন কাদের। তবে অরাজকতা বন্ধে জনমত গড়ে তোলা জরুরি।
বিএনপির শপথ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শপথ নিয়ে সংসদকে অবৈধ বলা বিএনপির স্ববিরোধীতা। তারা মুখে একথা বলেন,কাজে অন্যটি করেন।

Sunday, June 9, 2019

ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ৩টি কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিল উপলক্ষে ৩টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো নির্বাচন পরিচালনা, বাছাই ও আপিল কমিটি।

রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম খান আলিম, রাজিব আহসান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে বাছাই কমিটির প্রধান করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব ও আকরামুল হাসান।

আর আপিল কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। কমিটির অন্য সদস্যরা হলেন, ড. আসাদুজ্জমান রিপন, আমান উল্লাহ আমান।

ঈদের আগে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

আল্লাহ তায়ালাই শেষ বিচারের মালিক। সুতরাং কে মুসলমান আর কে মুসলমান নয় এটি বিচারের দায়িত্ব আমাদের নয়।


মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে না পারার বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরআন- হাদিসে আমাদের যেসব নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী আমাদের সবার চলা উচিত।
তিনি বলেন, আল্লাহ তায়ালাই শেষ বিচারের মালিক। সুতরাং কে মুসলমান আর কে মুসলমান নয় এটি বিচারের দায়িত্ব আমাদের নয়।
রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
কথাগুলো ওআইসি সম্মেলনে তুলে ধরেছেন বলেও জানান তিনি।
জঙ্গিবাদের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেহেশতে যাওয়ার আগ্রহে এখন অনেক তরুণ বিভিন্ন উগ্রবাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে। মনে হয় মানুষকে মারতে পারলেই বেহেশতের দিকে দু কদম এগিয়ে যাচ্ছে। যারা এভাবে মারা গিয়েছে তারা কি কেউ বেহেশত থেকে এমন ম্যাসেজ পাঠাতে পেরেছে যে আমরা খুব আরামে আছি?
জঙ্গিবাদের সঙ্গে শুধু মাদ্রাসা ছাত্ররা জড়িত নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, এক সময় ধারণা করা হতো শুধু কওমি মাদ্রাসার ছেলেরাই এসব কাজের সঙ্গে জড়িত। কিন্তু এখন কী দেখা যাচ্ছে? ইংলিশ মিডিয়ামসহ বিত্তশালী ছেলেরাও জঙ্গিবাদি কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে। কাজেই এগুলোর বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের নিজেদের মধ্যকার জাতিগত দ্বন্দ্ব-সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন জানিয়ে বলেন, মুসলমানদের নিজেদের এমন সংঘাতে জড়িয়ে কাদের লাভ হচ্ছে? এর ফলে লাভবান হচ্ছে কেবল অস্ত্র ব্যবসায়ীরা।
আমরা (মুসলিমরা) নিজেরাই বিশ্বের মধ্যে বিভিন্ন প্রান্তে যুদ্ধরত রয়েছি আর মুনাফা লুটছে অস্ত্র ব্যবসায়ীরা। রণক্ষেত্র হচ্ছে মুসলিম দেশগুলো। রক্ত ঝরছে মুসলমানদের।
ওআইসিকে মুসলমানদের অন্তর্ঘাতমূলক দ্বন্দ্ব নিরসনে সোচ্চার হতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কার তরীকা ভালো আর কার তরীকা ভালো নয়, এটি আমরা নির্ধারিত করতে পারি না। তাই এসব দ্বন্দ্ব থামাতে ওআইসিকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ দাবিটা সবসময় আমি ওআইসিতে করে আসছি এবং করে যাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে আমরা মাথানত করি না। আমার বাবাও করেন নাই।

শপথ নিয়ে সংসদ কে অবৈধ বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- শপথ নিয়েই সংসদ ভেঙে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, খুব খুশি হবো আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ একদিনের বেশি না হলে।শিগগিরই নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের বিষয়ে জোর দেন এই নারী এমপি।
রোববার দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে রুমিন ফারহানার শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ শেষে রুমিন বলেন, এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনও তা বলছি।
অবৈধ বলছেন তাহলে কেন শপথ নিলেন-এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘বিষয়টি খুব পরিষ্কার। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক স্পেস। আমাদের কথা বলার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই অর্থে দেখতে পাচ্ছি সংসদ একটি ভালো অ্যাভিনিউ যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের দলের কথা, দেশের কথা ও মানুষের কথা বলার জন্য। আর সেই স্পেসটা ব্যবহার করার জন্য আমাদের এই সংসদে আসা।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মামলার মেরিট, তার বয়স, সামাজিক অবস্থান বিবেচনায় তিনি বাংলাদেশের আইন অনুযায়ী তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। তাকে জামিন বঞ্চিত করে কারাগারে রাখা হয়েছে এর পুরোটাই বেআইনি। এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলবো।
সম্প্রতি তার নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে ত্রাণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র শপথ নিলাম, আমার বরাদ্দের প্রশ্নই আসে না। তবে বিষয়টি আমি জানি না, আমি দেখব কি হয়েছে।

রাজাপুরে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে এক গৃহবধুর সংবাদ সম্মেলন

রাজাপুরে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে এক গৃহবধুর সংবাদ সম্মেলন
================================ ===========
ঝালকাঠির রাজাপুরে জান মালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোসাঃ রোমেনা ফেরদৌস তৃপ্তি নামে এক গৃহবধু । এ সময় তার একমাত্র সন্তান মোঃ মাসুম বিল্লাহ ফেরদৌস উপস্থিত ছিলেন। আজ ৯ জুন রবিবার সকালে রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি লিখিত বক্তব্যে জানান, ২০০১ সালের ২১ শে ডিসেম্বরে কাঠালীয়া উপজেলার সৌজলীয়া ইউনিয়নের বাসিন্দা আমার (রোমেনা ফেরদৌস তৃপ্তি ) পারিবারিক ভাবে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মোঃ আবুল কালাম আজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

 আমাদের বিবাহ লগ্ন থেকেই স্বামীর স্বজনদের প্রোচনায় সাজানো সংসারে অশান্তি দেখা দেয়। আত্মসম্মানের দিকে তাকিয়ে আমি রোমেনা সব অন্যায় অত্যাচার মেনে নিয়ে চলতে থাকি। তিনি আরো জানান কয়েক বছর পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে তার ছেলে ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৫ম শ্রেনীতে লেখাপড়া করে। তার স্বামী সি এন্ড এফ ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুফাত দুই ভাই ঝালকাঠির রাজাপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রুবেল তার স্বামী (আবুল কালাম আজাদ) এর সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে সুন্দরী মেয়েদের আসক্ত করিয়ে প্রিয়াংকা নামে এক মেয়ের সাথে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়।

কিছুদিন পরে আবার পিয়াংকাকে ডিভোর্স দেয়। এরপর থেকে তার স্বামীর ফুপাত দুই ভাই তার (রোমানার) পেছনে লেগে যায় এবং তার স্বামীকে ভূলবুঝিয়ে ২০১৮ সালের ২৮ আগষ্ট রোমানাকে একটি ডিভোর্স লেটার পাঠায়। রোমানা তার স্বামীর দেয়া ডিভোর্সের বিরুদ্ধে ডিভোর্স কার্যকর না করতে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন ও তার ও সন্তানের উপর চাপিয়ে দেয়া জুলুম ও নির্যাতনের প্রতিবাদ করে ঝালকাঠি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উভয় মামলা বর্তমানে চলমান। এছাড়াও ঢাকার মান্ডায় তাদের স্বামী-স্ত্রীর নামে একটি যৌথ ভবন রয়েছে। ভবনের অর্ধেকটা রোমানা মালিক হওয়ায় রোমানা তার ছেলেকে নিয়ে ঐ ভবনে বসবাস করেন। অন্য অর্ধেক (স্বামীর) মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রুবেল দখল করে থাকে এবং একই ভবনে থাকায় প্রায়সই গভীর রাতে রোমানার দরজায় এসে নানাভাবে উত্তক্ত করে। এ ঘটনায় রোমানা নিরুপায় হয়ে ঢাকায় পুলিশের সহকারী কমিশনার (এ সি) অফিসে ঐ বখাটে মোঃ রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 বর্তমানে সকল অভিযোগ ও মামলা তুলে নেয়ার জন্য প্রান নাশের হুমকি প্রদর্শন করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমানে আমরা (মা ও ছেলে) নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি ও আমার  সন্তানের জান-মালের নিরাপত্তা বিধানের জন্য আবেদন করছি।’ তিনি আরো দাবি করেন যে তাদের সকল হয়রানী থেকে পরিত্রান ও মামলায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তথা রাষ্ট্রের হস্তক্ষেপ জরুরী।

ওসি মোয়াজ্জেম পলাতক

গ্যাসের দাম বাড়বে মিটার হবে প্রি-প্রেইড

গ্যাসের দাম বৃদ্ধির এবং গ্যাসের সব মিটার প্রিপেইড করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
নসরুল হামিদ বলেন, বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের ওপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কিনা। আমরা অপেক্ষায় আছি।

আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে এবং পুরাতন গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন বসানো হবে। এছাড়া জাইকার সহায়তায় সব বাড়িতে প্রিপেইড গ্যাস মিটার বসানোরও উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গ্যাসের দাম আমরা সমন্বয় করতে চাচ্ছিলাম এ জন্য যে গ্যাস আমরা আমদানি করছিলাম এতদিন ধরে, এখানে গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরও ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকায় আসছে না। সুতরাং যদি সমন্বয় না করেন, সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।।

সূত্র মানবজমিন 

Monday, June 3, 2019

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিজেপি

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাবেক এমপি ও মহাসচিব আব্দুল সাঊদ মতিন এক যুক্ত বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  নিম্নোক্ত বাণী দিয়েছেন,
‘‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা এই কামনা করি’’।

Sunday, June 2, 2019

ফেন্ডস লাইফ ডেভেলপমেন্ট(FLD) এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়

ফেন্ডস লাইফ ডেভেলপমেন্ট (এফএলডি) ভোলা শাখার এর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে  এই সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আল আমিন মন্সি ও সাধারণ সম্পাদক আকতার মোল্লা'র এক বিবৃতিতে জানান ঈদ মোবারক ঈদ বয়ে আনুক বিশ্বের মুসলমানের ভিতরে অনাবিল সুখ শান্তি ও সফলতা ভুলে যায় হিংসা।।।।

দক্ষিণ আফ্রিকা ২১ রানে হারাল বাংলাদেশ

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
Bangladesh won by 21 runs
BAN - 330/6 (50.0 Ovs)
RSA - 309/8 (50.0 Ovs)
CRR:  6.18
Batting R(B) 4s 6s SR
Rabada* 13(9) 0 1 144.44
Tahir 10(10) 0 0 100
Bowling O M R W
Saifuddin 8 1 57 2
Partnership: 22(17)
Last wkt: Jean-Paul Duminy b Mustafizur 45(37)
Recent balls: W . . . 2 2 | 1 1 2 1 1 1 | 6 . 1 . 2 2