শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রশীদ বলেন, বর্তমানে সারাদেশের বিভিন্ন কলেজে সাড়ে ৬ লাখ শিক্ষক রয়েছেন। আর এসব শিক্ষকের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্ত জরুরি।
বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক বাজেট অধিবেশনকে সামনে রেখে সংগঠনের পক্ষে তিনি ১৭টি দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন বাতিল, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষকদের যোগ্যতা ও মেধানুসারে পদোন্নতি দেওয়া এবং অনুপাত প্রথা বাতিল করা, অনার্স-মাস্টার্স কোর্সের জন্য নিয়োগ শিক্ষকদের এমপিও প্রদান, কলেজ শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শিক্ষানীতি-২০১০ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং শিক্ষাব্যবস্থাকে পূর্ণাঙ্গ ভিজিটাইলেজেশন করা।
এডুকেশন বাংলা/এজেড সূত্র
No comments:
Post a Comment