Sunday, June 9, 2019

রাজাপুরে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে এক গৃহবধুর সংবাদ সম্মেলন

রাজাপুরে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে এক গৃহবধুর সংবাদ সম্মেলন
================================ ===========
ঝালকাঠির রাজাপুরে জান মালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোসাঃ রোমেনা ফেরদৌস তৃপ্তি নামে এক গৃহবধু । এ সময় তার একমাত্র সন্তান মোঃ মাসুম বিল্লাহ ফেরদৌস উপস্থিত ছিলেন। আজ ৯ জুন রবিবার সকালে রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি লিখিত বক্তব্যে জানান, ২০০১ সালের ২১ শে ডিসেম্বরে কাঠালীয়া উপজেলার সৌজলীয়া ইউনিয়নের বাসিন্দা আমার (রোমেনা ফেরদৌস তৃপ্তি ) পারিবারিক ভাবে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মোঃ আবুল কালাম আজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

 আমাদের বিবাহ লগ্ন থেকেই স্বামীর স্বজনদের প্রোচনায় সাজানো সংসারে অশান্তি দেখা দেয়। আত্মসম্মানের দিকে তাকিয়ে আমি রোমেনা সব অন্যায় অত্যাচার মেনে নিয়ে চলতে থাকি। তিনি আরো জানান কয়েক বছর পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে তার ছেলে ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৫ম শ্রেনীতে লেখাপড়া করে। তার স্বামী সি এন্ড এফ ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুফাত দুই ভাই ঝালকাঠির রাজাপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রুবেল তার স্বামী (আবুল কালাম আজাদ) এর সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে সুন্দরী মেয়েদের আসক্ত করিয়ে প্রিয়াংকা নামে এক মেয়ের সাথে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়।

কিছুদিন পরে আবার পিয়াংকাকে ডিভোর্স দেয়। এরপর থেকে তার স্বামীর ফুপাত দুই ভাই তার (রোমানার) পেছনে লেগে যায় এবং তার স্বামীকে ভূলবুঝিয়ে ২০১৮ সালের ২৮ আগষ্ট রোমানাকে একটি ডিভোর্স লেটার পাঠায়। রোমানা তার স্বামীর দেয়া ডিভোর্সের বিরুদ্ধে ডিভোর্স কার্যকর না করতে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন ও তার ও সন্তানের উপর চাপিয়ে দেয়া জুলুম ও নির্যাতনের প্রতিবাদ করে ঝালকাঠি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উভয় মামলা বর্তমানে চলমান। এছাড়াও ঢাকার মান্ডায় তাদের স্বামী-স্ত্রীর নামে একটি যৌথ ভবন রয়েছে। ভবনের অর্ধেকটা রোমানা মালিক হওয়ায় রোমানা তার ছেলেকে নিয়ে ঐ ভবনে বসবাস করেন। অন্য অর্ধেক (স্বামীর) মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রুবেল দখল করে থাকে এবং একই ভবনে থাকায় প্রায়সই গভীর রাতে রোমানার দরজায় এসে নানাভাবে উত্তক্ত করে। এ ঘটনায় রোমানা নিরুপায় হয়ে ঢাকায় পুলিশের সহকারী কমিশনার (এ সি) অফিসে ঐ বখাটে মোঃ রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 বর্তমানে সকল অভিযোগ ও মামলা তুলে নেয়ার জন্য প্রান নাশের হুমকি প্রদর্শন করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমানে আমরা (মা ও ছেলে) নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি ও আমার  সন্তানের জান-মালের নিরাপত্তা বিধানের জন্য আবেদন করছি।’ তিনি আরো দাবি করেন যে তাদের সকল হয়রানী থেকে পরিত্রান ও মামলায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তথা রাষ্ট্রের হস্তক্ষেপ জরুরী।

No comments:

Post a Comment