ভোলার বাণী, অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজের ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হাওলাদার (২০) ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তার ভোলা প্রতিনিধি মো. সুমন (২৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে পরাণ গঞ্জ বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ইয়ামিন ও সুমন বর্তমানে ভোলা সদর হাসপাতালের ১২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে জানা যায়, ভোলার ইলিশা থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে শহরে ফেরার পথে পরাণ গঞ্জ বাজার সড়কে ইলিশা থেকে চরফ্যাশন গামী নীলাচল ( চট্টগ্রাম জ-৯৮৯)বাসটি মোটরসাইকেল ওভারটেক করে যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা। ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় সাংবাদিকদের হাত, পা, কপাল সহ বিভিন্ন জায়গায় জখম হয়। খবর পেয়ে ভোলা ইলিশা পুলিশ ফাঁড়ির এ এস আই মো. সুজন ঘাতক বাস ও চালকে আটক করেন। বর্তমানে ঘাতক বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment